নিজস্ব সংবাদদাতা : হোলি উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে উত্তর প্রদেশ পুলিশ। সেই প্রেক্ষিতেই আজ উত্তর প্রদেশের সম্ভল জেলায় বড় সংখ্যক পুলিশ বাহিনী একটি ফ্ল্যাগ মার্চ পরিচালনা করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ''এই দুই উৎসব সুস্থভাবে সম্পন্ন করার জন্য, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।''
/anm-bengali/media/media_files/8tjknb17n4L7hDKoWl3B.jpg)
এছাড়াও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, "আইনশৃঙ্খলা বজায় রাখতে টহলদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের উপর নজরদারি চলছে। তবে এই দুই উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।"