নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভের প্রস্তুতি সম্পর্কে উত্তরপ্রদেশের মন্ত্রী ধর্মবীর প্রজাপতি বলেছেন, "মুখ্যমন্ত্রী মহাকুম্ভের সমস্ত প্রস্তুতি মুক্ত হৃদয়ে করেছেন... এবার শুধু দেশবাসীই নয়, আন্তর্জাতিক স্তরের অনেক জাতীয় রাষ্ট্রপতিও আসবেন বলে আশা করা হচ্ছে৷ সমস্ত দেশবাসী উচ্ছ্বসিত...মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে আমি বলতে পারি, এবারের রেকর্ড ভাঙতে চলেছে ৫০ কোটির কাছাকাছি"।