নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দির নিয়ে এবার বড় দাবি করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেপি মৌর্য (KP Maurya)। সকলের নজর একপ্রকার ফের ঘুরে গেল বলে মনে করা হচ্ছে। উপ মুখ্যমন্ত্রী বলেছেন, 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় আসছেন। রামভক্ত হিসেবে, শ্রীরাম জন্মভূমি আন্দোলনের সৈনিক হিসেবে এটি আমার জন্যও গর্বের মুহূর্ত। ২২ শে জানুয়ারী সমস্ত রামভক্তদের জন্য একটি গর্বের দিন হবে। ৫০০ বছর পর তাঁর প্রাপ্য সম্মান নিয়ে এখানে রামলালার মূর্তি স্থাপন করা হচ্ছে। আক্রমণকারীরা কাঠামোটি ভেঙে ফেলেছিল। তুষ্টকরণের রাজনীতির কারণে ভগবান রামকে পৌরাণিক বলা হত - তা কংগ্রেস হোক বা রাম মন্দির নির্মাণের বিরোধিতাকারী কোনও রাজনৈতিক দল। তাদের সবার জবাব ২২ শে জানুয়ারি ২০২৪।" শুনুন তাঁর বক্তব্য...