নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিশেষ মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
/anm-bengali/media/media_files/pTT3cTy1XqkI0zovBNkP.jpg)
তিনি বলেছেন, "লোকসভা ভোটে খাট্টা খট, খাতা খাট ছিল। কোথায় গেল এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি? ২০২৭ (বিধানসভা নির্বাচন) সমাজবাদী পার্টির সাফা আড্ডার জন্য তৈরি থাকুন। তারপর আমরা কংগ্রেসের কাছে ১ লক্ষ টাকার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করব।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)