নিজস্ব সংবাদদাতা: এটাওয়াতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'পুলওয়ামায় প্রাণ হারানো সেই সৈন্যদের বিধবাদের মঙ্গলসূত্রর কী হয়েছে, তা জানতে চেয়ে একটি বিবৃতি দিয়েছেন সমাজবাদী দলের এক নেতা। আমি সমাজবাদী পার্টির সেই নেতাকে জিজ্ঞেস করতে চাই, অযোধ্যায় সমাজবাদী পার্টি যাদের রক্ত ঝরিয়েছে, সেই রামভক্তদের যুবকদের বিধবাদের ও তাদের মঙ্গলসূত্রর কী হয়েছে?'
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)