কোনও ধরনের অরজকতা মেনে নেওয়া হবে না! হুমকি দিলেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তীব্র ভাষায় সমাজবাদী পার্টিকে আক্রমণ করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "মইনপুরী একসময় ভিভিআইপি জেলা হিসাবে পরিচিত ছিল, কিন্তু কেন এটি উন্নয়নে পিছিয়ে? এটি আমাদের ঋষিদের দেশ। কেন এটি তার পরিচয়ের জন্য সংগ্রাম করছে? এগুলো ( সমাজবাদী পার্টি) লোকেদের সামাজিক কাঠামোকে বিঘ্নিত করা তাদের ডিএনএ-র একটি অংশ, তারা রাজ্যের উন্নয়ন লুট করে। কনৌজ এবং নবাব ব্র্যান্ডের ঘটনাই হল সমাজবাদী পার্টির আসল চেহারা।" মইনপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টিকে আক্রমণ করে। মইনপুর সমাজবাদী পার্টির শক্তঘাঁটি হিসেবে পরিচিত। সমাজবাদী পার্টির প্রার্থীরা এই কেন্দ্রের বিধানসভা ও লোকসভা আসনে জয়ী হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সমাজবাদী পার্টির শক্তি ঘাঁটি ভাঙতে যোগী সরকার নতুন উদ্যোম নিয়েছে।  এছাড়া কনৌজে যে ধরনের অরজকতা হয়েছে, তাকেই হাতিয়ার করে যোগী আদিত্যনাথ মইনপুরে বক্তব্য রাখেন।  

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ভালো ফল করেনি। তারপর থেকেই বিজেপি রাজ্যে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। আগের থেকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেস অনেক সক্রিয় হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে।

yogi tkl1.jpg