নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সন্ধ্যায় ফারুখাবাদ সংসদীয় কেন্দ্রের একটি বুথে আটবার ভোট দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে এটাহ প্রশাসন একটি এফআইআর দায়ের করে এবং ওই যুবককে গ্রেপ্তার করে। গত ১৩ মে ফারুখাবাদে ভোটগ্রহণ হয়। ২ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যালট ইউনিটে বিজেপির পদ্ম প্রতীক এবং প্রার্থী মুকেশ রাজপুতের ছবির সামনে বিভিন্ন সময় অন্তর বিভিন্ন সরকারি পরিচয়পত্র দেখিয়ে একটি বোতাম টিপে আটবার ভোট দিচ্ছে এক কিশোর। ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় ওই যুবক একাধিকবার ভোট দেওয়ার সময় অন্তত দু'বার শার্ট বদল করেছেন।
রবিবার রাতে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া সমাজবাদী পার্টির মিডিয়া সেলের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিলেন। যেখানে তারা এটাহের একটি বুথে একটি ছেলের ৮ বার ভোট দেওয়ার একটি ভিডিও শেয়ার করেছে।