প্রয়াত রতন টাটা-ভারত ও বিশ্ব এক দানবকে হারাল! কেঁদে ফেললেন মার্কিন রাষ্ট্রদূত

প্রয়াত রতন টাটা, শিল্পজগতে একটা যুগের অবসান।

author-image
Aniruddha Chakraborty
New Update

file pic

নিজস্ব সংবাদদাতাঃ টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রতন টাটার জীবনাবসান। অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটার মৃত্যুর পর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এক টুইট বার্তায় বলেন, "ভারত ও বিশ্ব এক দানবকে হারাল, যার হৃদয় অত্যন্ত দানব। আমি যখন রাষ্ট্রদূত হিসাবে কাজ করার জন্য মনোনীত হয়েছিলাম, ভারত থেকে প্রথম অভিনন্দন এসেছিল রতন টাটার কাছ থেকে, যিনি আমার নিজের শহরের সেবায় অনেক কিছু দিয়েছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ডে দায়িত্ব পালন করছেন। তিনি তার দেশের জন্য বৃহত্তর সমৃদ্ধি ও সাম্যের ভবিষ্যত দেখেছিলেন এবং আমাদের বিশ্বের জন্য অনেক কিছু করেছিলেন। তাঁর স্মৃতি আশীর্বাদ হয়ে থাকুক।" 

প্রসঙ্গত, বয়স বাড়লেও কাজের জগতে সক্রিয় ছিলেন রতন টাটা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। টাটা সনস সংস্থাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছে, সংস্থার যা কর্মকাণ্ড, তা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের শিল্পের জগতে। গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে।

অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে যখন উদ্বেগ বাড়ে, তখন সোশ্যাল মিডিয়ায় আসে রতন টাটার বার্তা। তিনি জানান, তিনি সুস্থই আছে। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। আর ফেরা হল না কিংবদন্তী শিল্পপতির। রাতেই এল তাঁর মৃত্যুর খবর।