নিয়মে বদল আনা হয়েছে

বছরের গোড়া থেকেই ইউপিআই পেমেন্টের ভোলবদল হতে পারে। এনপিসিআই-এর জারি করা নিয়মে তারই ইঙ্গিত মিলল। নিয়মে বদল আনা হয়েছে। আসুন সে ব্যাপারে জেনে নেওয়া যাক বিশদে।

মোবাইল নম্বরগুলি কেন ইনঅ্যাক্টিভ, তাও খতিয়ে দেখতে হবে

এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় ইউপিআই আইডিগুলিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। এনপিসিআই-এর নয়া নিয়মে এমনটাই বলা হয়েছে। ফোনপে, গুগলপে-এর মতো পেমেন্ট অ্যাপগুলিকে সেটি যাচাই করে দেখতে হবে। মোবাইল নম্বরগুলি কেন ইনঅ্যাক্টিভ, তাও খতিয়ে দেখতে হবে।