নিয়মে বদল আনা হয়েছে
বছরের গোড়া থেকেই ইউপিআই পেমেন্টের ভোলবদল হতে পারে। এনপিসিআই-এর জারি করা নিয়মে তারই ইঙ্গিত মিলল। নিয়মে বদল আনা হয়েছে। আসুন সে ব্যাপারে জেনে নেওয়া যাক বিশদে।
বছরের গোড়া থেকেই ইউপিআই পেমেন্টের ভোলবদল হতে পারে। এনপিসিআই-এর জারি করা নিয়মে তারই ইঙ্গিত মিলল। নিয়মে বদল আনা হয়েছে। আসুন সে ব্যাপারে জেনে নেওয়া যাক বিশদে।
এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় ইউপিআই আইডিগুলিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। এনপিসিআই-এর নয়া নিয়মে এমনটাই বলা হয়েছে। ফোনপে, গুগলপে-এর মতো পেমেন্ট অ্যাপগুলিকে সেটি যাচাই করে দেখতে হবে। মোবাইল নম্বরগুলি কেন ইনঅ্যাক্টিভ, তাও খতিয়ে দেখতে হবে।
{{ primary_category.name }}