কিছু জিনিস সবসময় খেয়াল রাখা দরকার

রোজকার জীবনের প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে দ্য ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)। চা থেকে চাউমিন, মাটির কানের দুল থেকে সোনার নেকলেস, যে কোনও কেনাকাটার ক্ষেত্রেই ইউপিআই নির্ভর হচ্ছে সমাজ। তবে ডিজিটাল পেমেন্ট যেমন বাড়ছে, একইসঙ্গে ফিনান্সিশিয়াল ক্রাইমও বাড়ছে। তাই এই ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস সবসময় খেয়াল রাখা দরকার।

ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা থাকবে না

আপনার অ্যাকাউন্ট স্ট্রং পাসওয়ার্ড, পিননম্বর বা বায়োমেট্রিক অথেনটিকেশন দিয়ে সুরক্ষিত রাখুন। সেনসেটিভ ইনফরমেশন ভুল করেও শেয়ার করবেন না। কাউকে টাকা পাঠানোর আগে ভাল করে দেখে নিন রিসিভার ডিটেইল। তাতে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা থাকবে না।