নিজস্ব সংবাদদাতা : মোচা নিয়ে বড় আপডেট দিল আইএমডি। আবহাওয়া দফতরের ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ''১০ মে থেকে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে, বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড় মোচা। ১২ মে সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হবে। '' আবহাওয়াবিদরা মনে করছেন যে মধ্য বঙ্গোপসাগরে একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোচা। ১২ মে-র পর থেকে পাল্টাবে পথ। বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।