নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে দলিত ব্যক্তির গায়ে বিজেপি কর্মীর প্রস্রাব কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এরই মাঝে এবার দলিতের গায়ে প্রস্রাব কাণ্ডের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের সোনভদ্রে এক দলিত ব্যক্তিকে নিগ্রহের পর তাঁর গায়ে প্রস্রাব করতে দেখা গিয়েছে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মধ্যপ্রদেশে বিজেপি নেতা পরভেশ শুক্লার প্রস্রাব কীর্তিতে দল ব্যাপক অস্বস্তিতে পড়েছে, তার ওপর আবার যোগী রাজ্যে এমন কাণ্ড।