নিজস্ব সংবাদদাতা: একে তো রামের দর্শন, তার মধ্যে শুরু হচ্ছে মাঘ মেলা। আর এই দু’য়ে মিলে অযোধ্যায় এখন জনপ্লাবন। প্রাণ প্রতিষ্ঠার প্রথম দিনের পর থেকে নিরাপত্তায় মোড়া হয়েছে অযোধ্যার রাম মন্দিরকে। সমগ্র পথ জুড়েই রয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখা যায়, এদিন তারই পথ বাতলে দিলেন আইজি রেঞ্জ অযোধ্যা।
এদিন আইজি রেঞ্জ অযোধ্যা প্রবীণ কুমার বলেন, “আজ পৌষ পূর্ণিমার উত্সব রয়েছে। যেখানে লোকেরা আজ প্রথমে পবিত্র স্নান করবে। তারপর আশেপাশের এলাকা থেকে লোকেরা পায়ে হেঁটে আসবে মন্দির প্রাঙ্গণে। আমরাও প্রস্তুত রয়েছি ভিড় সামলাতে। প্রতিটি এক কিলোমিটার লম্বা দুটি সারি রয়েছে। যেকোনো জিনিসপত্র পাবলিক ফ্যাসিলিটেশন সেন্টারে (পিএফসি) রাখার অনুরোধ করব দর্শনার্থীদের। একটি ফিজিক্যাল ফ্রিস্কিং সেন্টারও আছে এখানে। সময় বাঁচাতে আমরা দর্শনার্থীদের কাছে কম জিনিসপত্র আনতে অনুরোধ করছি”।