নিজস্ব সংবাদদাতা: লখনউ পুলিশ আজ গোমতী নগর এলাকায় স্বচ্ছ ভারত মিশনের নামে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযুক্ত সুরেশ কুমার ভার্মার বাড়ি সিল করে দিয়েছে। ঢোল ও লাউডস্পিকার ব্যবহার করে পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
VIDEO | Lucknow Police sealed the house of one Suresh Kumar Verma, accused of multi-crore fraud in the name of Swachh Bharat Mission, in Gomti Nagar area earlier today. The announcement by the police was made using drums and loudspeakers. pic.twitter.com/2mYBAqsLJU