ইউপি পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযান, খতম ৩ খালিস্তানি

পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি AK 10, ১৯টি বন্দুক এবং দুটি গ্লক পিস্তল উদ্ধার করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: সোমবার পিলিভীতে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ দলের নেতৃত্বে একটি এনকাউন্টারে তিন খালিস্তানি জঙ্গি নিকেশ হয়েছে বলেই খবর আসছে। উত্তরপ্রদেশ পুলিশ এবং পাঞ্জাব পুলিশের একটি যৌথ দল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার একটি পুলিশ পোস্টে গ্রেনেড নিক্ষেপকারী তিন অপরাধীর সাথে এনকাউন্টার চলাকালীন তিনজনেই খতম হয় বলে, পুলিশ বিবৃতিতে জানিয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি AK 10, ১৯টি বন্দুক এবং দুটি গ্লক পিস্তল উদ্ধার করেছে।

এনকাউন্টারটি পুরানপুর থানার আওতাধীনে ঘটে। সন্ত্রাসীরা গুলিতে গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য সিএইচসি পুরানপুর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে গেলে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।

যা জানা যাচ্ছে, জঙ্গিদের পরিচয় হল, গুরবিন্দর সিং, রঞ্জিত সিং এবং প্রতাপ সিং। 
১) গুরবিন্দর সিং, বাবার নাম গুরুদেব সিং। বয়স প্রায় ২৫ বছর। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার মহল্লা কালানৌরের একজন বাসিন্দা।
২) রঞ্জিত সিং ওরফে জিতা, বাবার নাম বীরেন্দ্র সিং। বয়স প্রায় ২৩ বছর। জিতাও গুরুদাসপুর জেলার আগাওয়ান গ্রামের বাসিন্দা। 
৩) জাসান প্রীত সিং ওরফে প্রতাপ সিং, বয়স প্রায় ১৮ বছর। জাসান প্রীতও গুরুদাসপুর জেলার নিক্কা সুর গ্রামের বাসিন্দা। 

এই সমগ্র অভিযানে যে সকল অফিসারেরা প্রতিনিধিত্ব করেছিলেন, তারা হলেন - পিলিভীতের পুলিশ সুপার, অবিনাশ পান্ডে, এসআই অমিত প্রতাপ সিং, এসএইচও পুরানপুর, ইন্সপেক্টর নরেশ ত্যাগী, এসআই ললিত কুমার, এইচসি জগবীর, ইন্সপেক্টর অশোক পাল, এসএইচও মাধোতান্ডা, সি সুমিত, সি হিতেশ, ইন্সপেক্টর কেবি সিং, এসওজি ইনচার্জ এবং দল, এসআই সুনীল শর্মা, সার্ভিল্যান্স ইনচার্জ এবং পাঞ্জাব পুলিশের বাকি সদস্যরা। 

terrorism

এই প্রসঙ্গে, পাঞ্জাব ডিজিপি গৌরব যাদব এদিন বলেন, “পাক স্পনসর্ড খালিস্তান জিন্দাবাদ ফোর্স (KZF) সন্ত্রাসী মডিউলের বিরুদ্ধে একটি বড় সাফল্য লাভ করেছে ইউপি পুলিশ এবং পাঞ্জাব পুলিশের একটি যৌথ দল। যৌথ অভিযানের ফলে তিনজন মডিউল সদস্য এনকাউন্টার হয়, যারা পুলিশ দলের উপর গুলি চালিয়েছিল বলে জানা যাচ্ছে।

এই সন্ত্রাসী মডিউল পাঞ্জাবের সীমান্ত এলাকায় গ্রেনেড হামলায় জড়িত। পিলিভীত এবং পাঞ্জাবের যৌথ পুলিশ দলের মধ্যে পিলিভিতের পিএস পুরানপুরের এক্তিয়ারে এই এনকাউন্টারটি ঘটেছে এবং গুরুদাসপুরে একটি পুলিশ পোস্টে গ্রেনেড হামলার সাথে জড়িত তিনজন মডিউল সদস্য খতম হয়েছে। পুলিশদের মধ্যে আহতদের দ্রুত চিকিৎসার জন্য পুরানপুর সিএইচসিতে নিয়ে যাওয়া হয়েছে”।

punjab police