মন্দিরের দেওয়ালে গম্বুজ তৈরি করে ধর্মনিরপেক্ষ হওয়া যায় না! একী বললেন বিধায়ক

উত্তরপ্রদেশের কুন্দার বিধায়ক রাজা ভাইয়া বলেন, "মন্দিরের দেওয়ালে গম্বুজ তৈরি করে ধর্মনিরপেক্ষ সংস্কৃতি তৈরি করা যায় না। বাবর ও আওরঙ্গজেবকে অনুসরণ করলে শান্তির কোনও নিশ্চয়তা নেই।"

author-image
Tamalika Chakraborty
New Update
raja bhaia.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের কুন্দার বিধায়ক রাজা ভাইয়া বলেন, "মন্দিরের দেওয়ালে গম্বুজ তৈরি করে ধর্মনিরপেক্ষ সংস্কৃতি তৈরি করা যায় না। বাবর ও আওরঙ্গজেবকে অনুসরণ করলে শান্তির কোনও নিশ্চয়তা নেই।" তিনি বলেন, "এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের জীবদ্দশায় ভগবান শ্রী রামের বিশাল মন্দির দেখেছি। মন্দির ভেঙে ফেলা হয়েছিল। জ্ঞানবাপি সেলারে পূজা শত বছর ধরে চলছিল। কিন্তু ১৯৯৩ সালে ইউপি সরকার (সমাজবাদি পার্টির সরকার)  তা নিষিদ্ধ করেছিল।"