নিজস্ব সংবাদদাতা: ২৮ মে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় পালঘর ইয়ার্ডে। মুম্বাই-সুরাত সেকশনের আপ লাইনকে প্রভাবিত করছে। ফলে এই রুটে বেশ কিছু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে পশ্চিম রেলওয়ে।
লাইনচ্যুত হওয়ার কারণে মোট ৪১টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৮টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। ৯টি ট্রেনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ২২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত মুম্বই শহরতলির লোকালগুলি ডাহানু রোড থেকে আসা এবং যাওয়ার জন্য বাতিল করা হয়েছে। পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ পালঘর ইয়ার্ডে ক্ষতিগ্রস্ত মুম্বাই-সুরাত সেকশনের আপ লাইন পুনরুদ্ধারের জন্য আন্তরিকভাবে কাজ করছে।