নতুন করে সম্বলে সমস্যা! কী বললেন জেলা শাসক

সম্বলকে পর্যটনকে কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা প্রশাসনের।

author-image
Tamalika Chakraborty
New Update
sambal dm


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলের ডিএম রাজেন্দ্র পেনসিয়া বলেছেন, "আমরা দুই দিন আগে গণেশপুর মন্দির পরিদর্শন করেছি। এর অধীনে আমরা দেখতে পেয়েছি যে মন্দির এবং ঘাট এবং এর চারপাশের সোপানটি খারাপ অবস্থায় রয়েছে।  আমরা এটিকে সংস্কার ও সুন্দর করব। এটি একটি পর্যটনের গুরুত্বপূর্ণ স্থান আমরা আবার সেই স্থানের মর্যাদা ফিরিয়ে আনব।"