নিজস্ব সংবাদদাতাঃ বারাণসীতে নমো ঘাটে কাশী তামিল সঙ্গমমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "গত এক বছরে কাশী বিশ্বনাথ ধামে আসা তামিল তীর্থযাত্রীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তামিলনাড়ু এবং কাশীতে, ভারতীয় সংস্কৃতির সমস্ত উপাদান ভালভাবে সংরক্ষিত রয়েছে। কাশীর ধর্মীয় গুরুত্বের কারণে সারা দেশ থেকে মানুষ এখানে আসছেন। এটি ভারতে বিশ্বাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিক সচেতনতার কেন্দ্র। কাশীর মতো তামিলনাড়ুও প্রাচীনকাল থেকেই সংস্কৃতি, জ্ঞান, শিল্প, স্থাপত্য ও সাহিত্যের কেন্দ্রবিন্দু। তামিল সাহিত্য সমৃদ্ধ এবং প্রাচীন। ভারতে, সংস্কৃত এবং তামিল সাহিত্য সবচেয়ে প্রাচীন। এই অন্তর্ভুক্তিমূলক সাহিত্য সমাজে ঐক্য ও সমতা সৃষ্টি করে। কাশী তামিল সঙ্গমাম আমাদের দেশের সাংস্কৃতিক জাতীয়তাবাদকে শক্তিশালী করবে।"