নিজস্ব সংবাদদাতাঃ সন্ত গুরু রবিদাসের ৬৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বারাণসীতে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "সদ্য সন্ত গুরু রবিদাসের মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি গুরু রবিদাসের সমস্ত অনুগামী এবং কাশীবাসীদের অভিনন্দন জানাতে চাই। আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ কারণ আমরা কাশীর নতুন মুখ দেখতে পাচ্ছি, দশ বছর আগে এটি ছিল কাল্পনিক, দ্বন্দ্ব ছিল, রাস্তাঘাট সংকীর্ণ ছিল কিন্তু তাঁর দূরদৃষ্টি, দিশা এবং নেতৃত্ব সদগুরু রবিদাসের এই স্থানটিকে এই গৌরবময় করে তুলেছে। তিনি সদগুরুকে উৎসর্গ করা সংগ্রহালয়েরও উদ্বোধন করতে চলেছেন। প্রধানমন্ত্রী মোদী জগদগুরু রামানন্দ এবং সদগুরু রবিদাসের মূল্যবোধকে আত্মস্থ করে কাজ করেন। জীবনের সমস্ত মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি, বি আর আম্বেদকরের সঙ্গে সম্পর্কিত পঞ্চতীর্থকে যে সম্মান দেওয়া হয়েছিল, স্বাধীনতার পর এই প্রথম।"