নিজস্ব সংবাদদাতাঃ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র ৭৩ তম জন্মদিন। এদিকে তাঁর জন্মদিনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রধানমন্ত্রীর জীবনের উপর ভিত্তি করে একটি প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আজ আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি। দুর্নীতি বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা সবাই দেখতে পাচ্ছেন। সরকার সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজতর করার জন্য বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করেছে যেমন দরিদ্র মানুষকে এলপিজি সংযোগ দেওয়া, বাড়ি, শৌচাগার পাওয়া, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ দেওয়া। আমরা ভারতের অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন দেখেছি।“
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭৩তম জন্মদিন পালন করছেন। এই বিশেষ উপলক্ষে দেশ ও বিশ্বের সকল নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 'সেবা পাখওয়াড়া' পালন করছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে আজ অনেক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ ও বিশ্বের সকল নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটারে লিখেছেন, 'প্রধানমন্ত্রী মোদীজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা । আমি আশা করি, আপনাদের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ নেতৃত্বে আপনি 'অমৃত কাল'-এ ভারতের সামগ্রিক উন্নয়নের পথ সুগম করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সর্বদা সুস্থ এবং শান্ত থাকুন এবং আপনার চমৎকার নেতৃত্ব দিয়ে দেশবাসীর উপকার করতে থাকুন।‘
অন্যদিকে অমিত শাহ বলেন, 'নতুন ভারতের স্থপতি মোদীজি আমাদের দেশের প্রাচীন ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি মহান ও আত্মনির্ভর ভারতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছেন। সংগঠন হোক বা সরকার, আমরা সবাই সবসময় মোদীজির কাছ থেকে অনুপ্রেরণা পাই যে "জাতীয় স্বার্থ সর্বাধিক। এমন এক অনন্য নেতার নির্দেশনায় দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের।‘
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি টুইটারে লিখেছেন, 'শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদীজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হোন। আপনার নেতৃত্বে দেশ থেকে ভয়, ক্ষুধা ও দুর্নীতি পুরোপুরি নির্মূল হোক এবং আমরা আবার বিশ্বগুরুর স্থান ফিরে পেতে পারি।‘
#WATCH | Lucknow, UP: While visiting an exhibition based on the life of PM Modi on the latter's birthday, Uttar Pradesh CM Yogi Adityanath says,"...The change that we get to see today through digital India...Everyone can see the actions taken to end corruption...(The government… pic.twitter.com/i9FuSeOyky
— ANI (@ANI) September 17, 2023