বেতনহীন ইসরোর কর্মীরা! প্রধানমন্ত্রীকে বিঁধল তৃণমূল

ইসরো সাফল্যের মুখ দেখেছে। কিন্তু নেপথ্যের কর্মীরা পথে! বেতন নেই! এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূলের।

author-image
Pallabi Sanyal
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা  : ইসরোর চন্দ্রযান ৩-এর হাত ধরে চাঁদের কুমেরুতে পৌঁছে রেকর্ড গড়েছে ভারত। তবে, জানেন কী, এই সাফল্যের আড়ালে রয়েছে বিষাদের কাহিনী!ইসরোর স্যাটেলাইটের  গুরুত্বপূর্ণ অংশগুলি হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের যে কর্মীরা তৈরি করেছিলেন তারাই রয়েছেন সমস্যায়। ১৮ মাস ধরে বেতনহীন তারা। প্রতিবাদে ফেটে পড়েছেন  দিল্লির যন্তর মন্তরে। বিষয়টি উল্লেখ করে এক্স প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধল তৃণমূল। শসকদলের দাবি, অন্যায়ভাবে তাদের বেতন আটকে রাখা হয়েছে। পরিশ্রমী কর্মীদের বেতন আটকে রাখা প্রধানমন্ত্রীর কেমন ব্যবহার তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।