‘ইউনিটি রান ডে’তে দেশবাসীর জন্যে মারাত্মক কথা বলে ফেললেন শাহ

অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Amit shah

File Picture

নিজস্ব সংবাদদাতা: 'জাতীয় ঐক্য দিবস' উপলক্ষে দিল্লিতে আয়োজন হয়ে গেল 'ইউনিটি রান' অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, “এবার ৩১ অক্টোবর দীপাবলি উত্সব রয়েছে। তাই ৩১-এর ইউনিটি রানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ২০১৫ সালে ধনতেরাসের শুভ উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের একতা ও অখণ্ডতার জন্য একতা দৌড়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে ঐক্য দিবসে ইউনিটি রানের কথায় বলেছিলেন তিনি। এই ইউনিটি রান শুধু ভারতের ঐক্যের জন্য একটি রেজোলিউশন নয়, এখন ইউনিটি রান একটি 'বিক্সিত ভারত'-এর জন্যও একটি রেজোলিউশনে পরিণত হয়েছে”।

 

একই সাথে 'জাতীয় ঐক্য দিবস' উপলক্ষে দিল্লিতে আয়োজিত 'ইউনিটি রান' অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে বছরের পর বছর ধরে সর্দার প্যাটেলকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। বছরের পর বছর ধরে তাকে সম্মান থেকে বঞ্চিত করা হয়েছিল। ভারতরত্ন কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের কেভাদিয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্থাপন করে সর্দার প্যাটেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করেছেন”।

filepic