নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, বিজেপি নেতা ও কর্মীদের সাথে, রাঁচিতে বিজেপি নেতা অনিল টাইগার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেন এদিন।
এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে আমি নীরব দর্শক হতে পারি না। রাঁচি অপরাধের রাজধানীতে পরিণত হয়েছে। হেমন্ত সোরেনের সরকারের অধীনে আইনের শাসন ভেঙে পড়েছে। এটি জঙ্গলরাজ। আমি বলছি 'যোগী' মডেলটি এখানে বাস্তবায়ন করা উচিত। সকালে, ডিএসপি আমার বাসভবনে এসেছিলেন। আমার নিরাপত্তার প্রয়োজন নেই বা অতিথিশালায় বসার প্রয়োজন নেই, কারণ আমি একজন জনপ্রতিনিধি”।
/anm-bengali/media/media_files/2025/03/27/9D4tVJiIl6Wa55mOwDMu.png)