নিজস্ব সংবাদদাতাঃ কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে এসএফআইয়ের কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন বলেন, "এটা কেরালার গণতান্ত্রিক ঐতিহ্যের অপমান। পুলিশ জানত যে রাজ্যপাল সেই পথে যাচ্ছেন, তাঁর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল রাজ্য প্রশাসনের, কিন্তু দুর্ভাগ্যবশত যাঁরা রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন, তাঁদের নিরাপত্তা দিচ্ছিল পুলিশ। রাজ্যপাল স্বজনপোষণ ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিচ্ছেন। তাই রাজ্য সরকার এই ধরনের গুন্ডাদের ব্যবহার করে রাজ্যপালকে ভয় দেখাতে চাইছে।"