জয় শ্রীরাম বললেই হত্যা...ইন্ডিয়া জোট-রাহুল গান্ধী! বিস্ফোরক স্মৃতি

ইন্ডিয়া জোট-রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

author-image
Aniruddha Chakraborty
New Update
SMRITI IRANII .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, "এদেশে এমন রাজ্য আছে যেখানে 'জয় শ্রীরাম' বলার জন্য ইন্ডিয়া জোটের শরিকরা মানুষকে হত্যা করেছে। আজ আমাদের পরম সৌভাগ্য যে আমরা এখানে ভগবান রামের চরণে মাথা নত করে দাঁড়িয়ে আছি। তারিখ বলা হয়েছিল, মন্দির তৈরি হয়েছিল এবং ভগবান রামের মহিমা দেখুন যে যে লোকেরা তাঁর অস্তিত্বকে অস্বীকার করেছিল, ভগবান রামও তাদের ডেকেছিল। আমার আওয়াজ যদি রাহুল গান্ধীর কানে পৌঁছায়, তাহলে আমি তাঁকে বলতে চাই, আপনার মতো অনেকেই এসেছেন, অনেকে গিয়েছেন, হিন্দুস্তান আছে এবং থাকবে।"  

ল।,

Add 1