নিজস্ব সংবাদদাতা: পাটনা বিমানবন্দরে পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "তেজস্বী যাদবের জানা উচিত যে আজ প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে যাচ্ছেন, সেখানে কোনো নির্বাচন নেই। আগামীকাল তিনি বিহারে আসবেন এবং তারপর আসামে যাবেন; সেখানে কোনো নির্বাচন নেই। প্রধানমন্ত্রীর আগের সফরগুলো দেখুন, আমাদের প্রধানমন্ত্রী বাংলোতে বন্দী থাকেন না, তিনি যান জনগণের মাঝে"।