নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা 'শ্রী আন্না প্রকল্প' কে উৎসাহিত করতে কোডো কুটকি কেনার সিদ্ধান্ত নিয়েছি।"
#WATCH | Union Minister of Agriculture and Farmers Welfare Shivraj Singh Chouhan says, "Today several issues of Madhya Pradesh were discussed with the CM of the state...we have decided to buy Kodo Kutki to encourage 'Shree Anna Scheme'..." https://t.co/4HBwGTGlEYpic.twitter.com/ZhR0rRQRRu
রাজ্যে কৃষি ব্যবস্থার ব্যাপক পরিবর্তন! কী বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন প্রকল্প নিয়ে মন্তব্য করেন।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা 'শ্রী আন্না প্রকল্প' কে উৎসাহিত করতে কোডো কুটকি কেনার সিদ্ধান্ত নিয়েছি।"