রাজ্যে মহিলারা নিরাপদ নয়! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "ঝাড়খণ্ডে কোনও শাসন নেই। এখানে মহিলারা নিরাপদ নয়। "

author-image
Tamalika Chakraborty
New Update
shivraj singhj1.jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "ঝাড়খণ্ডে কোনও শাসন নেই। এখানে মহিলারা নিরাপদ নয়। যুবকদের ভবিষ্যত সুরক্ষিত নয়। তারা সমস্যায় পড়েছে। দুর্নীতির কারণে জনগণ ভুগছে। এখানে বড় সমস্যা। কোনো সরকার নেই। ঝাড়খণ্ডে রূপান্তর দরকার এবং বিজেপি এখানে পরিবর্তন আনবে ঝাড়খণ্ডে। সবাই এনডিএ এবং বিজেপির সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে।"

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে।  নির্বাচন নিয়ে এনডিএ জোট ও ইন্ডিয়া জোট আশাবাদী। দুই পক্ষই নির্বাচনে জিতে সরকার গঠনের আশা দেখছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বিজেপি অনেকটাই শক্তিশালী ওয়াকিবহল মহল। অন্যদিকে, ইন্ডিয়া জোট মনে করছে স্থানীয় মানুষের আবেগ তাঁদের সঙ্গে রয়েছে। 

shivraj singh chouhanf1.jpg