নিজস্ব সংবাদদাতা: গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ে (Ghaziabad-Aligarh Expressway) একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ১০০ ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বিটুমিনাস কংক্রিট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)। এই অর্জন ভারতের সড়ক অবকাঠামো শিল্পের নিষ্ঠা এবং দক্ষতাকে তুলে ধরে বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, "আমি কিউব হাইওয়েজ, এল অ্যান্ড টি এবং গাজিয়াবাদ আলিগড় এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেডকে (জিএইপিএল) তাদের অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানাই।"