নিজস্ব সংবাদদাতাঃ বিগত দুদিন আগেই তৃণমূলের (TMC) ধর্না কর্মসূচিকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল দিল্লির কৃষি ভবন। এদিকে বিক্ষোভের দিন বড় মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সাংসদের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti) গর্জে উঠলেন। তিনি বলেন, "ওরা আমার সঙ্গে দেখা করতে চায়নি। টিএমসি প্রতিনিধি দল প্রতি আধা ঘন্টা পর পর তাদের দাবি পরিবর্তন করতে থাকে, প্রথমে বলে যে ৫ জন সাংসদ প্রতিনিধি দলের অংশ হবেন, তারপর বলেছিলেন যে ১০ জন সাংসদ বৈঠক করবেন। আমিও সাংসদদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলাম, কিন্তু দলের প্রতিনিধি দল আবার তাদের দাবি পরিবর্তন করে বলেছিল যে জনসাধারণকে মিলিত হওয়ার অনুমতি দেওয়া উচিত। আড়াই ঘণ্টা অপেক্ষা করলাম। পশ্চিমবঙ্গে এমজিএনআরইজিএ প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং তারা 'তামাশা' করতে দিল্লিতে এসেছিল।“