বিজেপির কম আসন, কারণ কী? সরকার গঠনের পর জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

উদ্ধব ঠাকরেকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ramdas atthawaleq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে বলেন, "কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। উদ্ধব ঠাকরে বলছেন যে নির্বাচন সংবিধান বাঁচানোর জন্য, কিন্তু আমাদের ভোট হবে ইউবিটি শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং রাহুল গান্ধীর কংগ্রেসকে সরিয়ে দেওয়া। আমাদের সঙ্গে ২৪০ জনেরও বেশি বিধায়ক রয়েছেন। তারা যা খুশি বলতে পারে। আগামী পাঁচ বছরের জন্য আমরা আবার আসব। এবার (লোকসভা নির্বাচনে) আমরা কম নম্বর পেয়েছি। তার কারণ হল, ইন্ডিয়া জোট গুজব ছড়িয়েছে-সংবিধান বদল হবে।"

['প;ব

Add 1