দেশ জুড়ে দারিদ্র্যের পতন! প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী

সারা দেশ জুড়ে গত ৯ বছরে দারিদ্র্যের প্রধান গণনা অনুপাতের একটি বড় পতন ঘটেছে। এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

author-image
Probha Rani Das
New Update
1unionminister1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গত ৯ বছরে দারিদ্র্যের প্রধান গণনা অনুপাতের একটি বড় পতন ঘটেছে। দারিদ্র্যের প্রধান গণনা অনুপাত ২০১৩-২০১৪ সালের প্রকল্পিত ২৯.১৭ শতাংশ থেকে ২০২২-২০২৩ সালে ১১.২৮ শতাংশে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, “’গরীবি হটাও'-এর শূন্য স্লোগানের ৬৫ বছর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মনোযোগী, পরিশ্রমী, দৃঢ়প্রতিজ্ঞ, দুর্নীতিমুক্ত শাসন এবং 'গরিব কল্যাণ' নীতির মাধ্যমে ২৫ কোটি ভারতীয়কে দারিদ্র্যের বাইরে নিয়ে গিয়েছেন।”