নিজস্ব সংবাদদাতাঃ এবার কার্গিলের যুদ্ধকে ঘিরেও শুরু হল রাজনৈতিক তরজা। আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, "আজ আমরা কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) উদযাপন করছি যেখানে কার্গিল যুদ্ধে ৫২৭ জন সৈন্য প্রাণ দিয়েছেন এবং ১৩৬৩ জন সৈন্য আহত হয়েছেন। আমরা কার্গিল বিজয় দিবস পালন করি পাকিস্তানকে তাদের সমস্ত দুঃসাহসিক কাজের বার্তা দেওয়ার জন্য। আজ আমাদের বুঝতে হবে যে ইউপিএ যে ‘ভারত’ জোট তৈরি করে নিজেদের আড়াল করার চেষ্টা করছে, সেই দলই ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কার্গিল বিজয় দিবস পালন করতে অস্বীকার করেছিল। তাদের সাংসদরা বিশ্বাস করতেন যে কার্গিল বিজয় দিবস এবং কার্গিলের যুদ্ধ এনডিএ-র যুদ্ধ। তারা ৫ বছর ধরে কার্গিল বিজয় দিবস পালন করতে অস্বীকার করেছিল। এই দলই ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিমান হামলা ও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছে। আপনারা যত নামই পরিবর্তন করুন না কেন, রাজনৈতিক মতাদর্শ একই থাকবে।‘