নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "ভারতে বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস। ইতিমধ্যে ভারতে উত্তর বনাম দক্ষিণের লড়াই শুরু হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রেভান্থ রেড্ডি। তিনি বলেন, আমাদের ডিএনএ বিহারের ডিএনএ থেকে ভালো। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বিহারের যোগ রয়েছে। কংগ্রেস দলটি নিজেদের প্রাসঙ্গিক করতে কতটা নত হবে!"