নিজস্ব সংবাদদাতা : আজ রাজীব চন্দ্রশেখর কেরালায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। প্রহ্লাদ জোশী জানিয়েছেন চন্দ্রশেখর সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয়েছেন।
/anm-bengali/media/media_files/KcKlVT7owElwKmwzXTvp.jpg)
রাজীব চন্দ্রশেখর এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তার অভিজ্ঞতা রাজ্যের রাজনীতিতে নতুন দিক এনে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।