ঘোষণা হয়ে গেল বিজেপির রাজ্য সভাপতির নাম ! দেখুন এই মুহূর্তের বড় খবর

দলের নেতারা আশা করছেন, তার নেতৃত্বে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে।

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : আজ রাজীব চন্দ্রশেখর কেরালায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। প্রহ্লাদ জোশী জানিয়েছেন চন্দ্রশেখর সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয়েছেন।

kl prahlad joshiu.jpg

 রাজীব চন্দ্রশেখর এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তার অভিজ্ঞতা রাজ্যের রাজনীতিতে নতুন দিক এনে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।