নিজস্ব সংবাদদাতাঃ চলমান প্রতিবাদ প্রসঙ্গে কৃষক নেতাদের সঙ্গে দেখা করার বিষয়ে রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "নতুন ধারণা এবং চিন্তাভাবনা নিয়ে আমরা ভারতীয় কিষাণ মজদুর ইউনিয়ন এবং অন্যান্য কৃষক নেতাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী যে কাজ করেছেন, তা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।"
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)