ফিট থাকতে 'ফিট ইন্ডিয়া'য় অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী- চালালেন সাইকেল- কি বললেন?

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

author-image
Aniket
New Update
c

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া সাবরমতী নদীর তীরে 'ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল' অভিযানে অংশগ্রহণ করেছেন।

মনসুখ মান্ডভিয়া বলেন, "'ফিট ইন্ডিয়া আন্দোলন' বাস্তবায়নের জন্য রবিবার অন সাইকেল আন্দোলন চলছে এবং সর্বত্র যুবকরা এতে অংশ নিচ্ছে। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এটি প্রয়োজন। আপনি ফিট থাকার মাধ্যমে প্রধানমন্ত্রীর 'বিকশিত ভারতের' সংকল্প পূরণ করতে পারেন।"