মহাকুম্ভে এলেন মায়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী ! করলেন ভারতীয়দের ভূয়সী প্রশংসা

মায়ানমারের মন্ত্রী উ টিন ও লুইন ভারতীয়দের সুসংগঠিত অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, এটি মিয়ানমারের জন্য গর্বের বিষয়।

author-image
Debjit Biswas
New Update
U TIN

 নিজস্ব সংবাদদাতা : মায়ানমারের ধর্ম ও সংস্কৃতি মন্ত্রী উ টিন ও লুইন আজ মহাকুম্ভে অংশ গ্রহণ করলেন, এবং মহাকুম্ভে ভারতীয়দের অংশ গ্রহণের ভূয়সী প্রশংসা করলেন তিনি। তিনি বলেন, ''ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে এসে অংশ নিচ্ছেন, যা আমাকে আনন্দিত করেছে। অন্যান্য দেশ থেকেও মানুষ আসছেন, তবে ভারতীয়দের এই সুসংগঠিত উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।'' এছাড়া তিনি বলেন, ''ভারতীয়দের এই শৃঙ্খলাবদ্ধ অংশ গ্রহণ সত্যিই প্রশংসনীয় এবং এটি মায়ানমারের জন্যও গর্বের বিষয়।''