২০২৪-এর আগে চুপিসারে বৈঠক! আসন নিয়ে সমীকরণ? এবার NDA...

বছর ঘুরলেই দেশে লোকসভা ভোটের দামামা বেজে যাবে।

author-image
SWETA MITRA
New Update
kushwaha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ৫ রাজ্যে বিধানসভা ভোট চলছে। এদিকে বছর ঘুরলেই ২০২৪ সাল, অর্থাৎ লোকসভা ভোটের সময়ে। যে কোনও সময়ে দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এরই মাঝে দেশে হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আজ বিহারের পাটনায় রাষ্ট্রীয় লোক জনতা দলের (আরএলজেডি) সভাপতি উপেন্দ্র কুশওয়াহার (Upendra Kushwaha) সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। এদিকে এই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "উপেন্দ্র খুশওয়াহার দল এনডিএ-র শক্তিশালী সঙ্গী। আমরা ৪০টি আসনের সবকটিতেই জিতব। উপেন্দ্র কুশওয়াহা বিহারের একজন অভিজ্ঞ নেতা। বিহারের এনডিএ তাঁর অভিজ্ঞতার সুফল ইতিবাচকভাবে পাচ্ছে। আমরা সবাই মিলে ৪০টি আসন জিতবো।“