ITBP-এর প্রতিষ্ঠা দিবসেই বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী! কী বললেন তিনি

ওড়িশায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ITBP-এর প্রতিষ্ঠা দিবসেই বিস্ফোরক মন্তব্য করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
nityananda raii hj.jpg

নিজস্ব সংবাদদাতা:  ওড়িশায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, "পুরো দেশ ITBP-এর জন্য গর্বিত। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনসেবা যাই হোক না কেন, ITBP তার সর্বোচ্চ অবদান রাখে। ITBP-এর প্রতিষ্ঠা দিবসের শুভ উপলক্ষ্যে, আমি আমার প্রসারিত করছি সকল সাহসী সৈন্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"

nityananda raiiq1.jpg