নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, "আমি জাতপাতের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি। নাগপুর আমার পরিবার। তুমি আমার, আমি তোমার। আমি জাতপাতের চর্চা করব না, আমি সাম্প্রদায়িকতার চর্চা করব না এবং প্রধানমন্ত্রী মোদীর দেওয়া স্লোগান 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস' নিয়ে কাজ করব, এটাই আমাদের মন্ত্র। বি আর আম্বেদকরের সংবিধান আমাদের আত্মা। সমাজে সাম্য প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সংবিধান পরিবর্তনের প্রশ্নই আসে না। জরুরি অবস্থার সময় যাঁরা ৮০ বার সংবিধান ভেঙেছেন, তাঁরা আমাদের সম্পর্কে অপপ্রচার চালিয়েছেন। যখন তারা রাজি করাতে পারে না, তখন তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।"