নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এদিকে এই ঘটনার আঁচ পৌঁছেছে জাতীয় রাজনীতিতেও। পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা শুরু করেছেন অনেকেই। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় হিংসার ঘটনা নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi)। তিনি আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘শুধু বিজেপি নেতাদেরই আক্রমণ করা হচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে না আর। সেখানে আদালতের আদেশ মানা হচ্ছে না। পশ্চিমবঙ্গে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা নিজেদের মতো করে দেশ ও বিশ্ব চালাতে চায়।‘