রাজ্য সরকারের অসহযোগিতা! চিকিৎসার উন্নয়নে বাধা! ফাঁস করলেন কেন্দ্রীয় মন্ত্রী

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
ssopp15.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। কেরলের পাথানামথিট্টা কেন্দ্রের ইস্তেহার প্রকাশে হাজির কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।

ssopp16.jpg

সেখানে তিনি বলেন, “সরকারের প্রধান লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা, আমরা দেশকে একটি মেডিকেল হাব হতে উৎসাহিত করছি। কেরালার একটি মেডিকেল হাব হয়ে ওঠার একটি বড় সুযোগ রয়েছে। কেরালার পাথানামথিট্টা সেই জায়গাগুলির মধ্যে একটি যা চিকিৎসার জন্য একটি বিশাল কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে দুর্ভাগ্যক্রমে, রাজ্য সরকারের অসহযোগিতামূলক মনোভাব তা হতে দিচ্ছে না। এই অসহযোগিতা আসে কানেক্টিভিটি ইস্যুর ক্ষেত্রে।” 

Add 1