রাম মন্দির vs বাবরি মসজিদ! 'বাবরের সুরে নাচ'! AAP-কে কটাক্ষ

রাম মন্দির বনাম বাবরি মসজিদ ইস্যু আরো একবার জেগে উঠেছে কারণ আর কয়েক দিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। দেশের অন্যান্য বিরোধী দলগুলিও এবার মন্দিরমুখী হচ্ছে। এই নিয়ে কটাক্ষ করলেন এই মন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
aapram

নিজস্ব সংবাদদাতা: 'অরবিন্দ কেজরিওয়াল সেই একই ব্যক্তি যিনি একবার বলেছিলেন রাম মন্দির তৈরি করা উচিত নয়, এটি বাবরি মসজিদ। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, ১৮৫৮ সাল থেকে মন্দিরটি পুনরুদ্ধার করতে এবং এটি পুনর্গঠনের জন্য ৫ লক্ষেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। যারা রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, তারা আজ সুন্দরকান্দ পাঠ আয়োজন করছে। তারা দেখতে পাচ্ছে সারা দেশ আধ্যাত্মিক উচ্ছ্বাসে সিক্ত, তাই তারা প্রভু রামের রঙে নিজেকে সিক্ত করার চেষ্টা করেছে। বাবরির পালা হলে তারা বাবরের সুরে নাচতেন', এভাবেই আম আদমি পার্টিকে সুন্দরকান্ড এবং হনুমান চালিশা পাঠ আয়োজন নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।