নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে স্যাম পিত্রোদার পদত্যাগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "কংগ্রেস ব্রিটিশদের কাছ থেকে দেশকে বিচ্ছিন্ন করার দায়িত্ব নিয়েছিল। প্রথমে ওঁরা (কংগ্রেস) হিন্দু-মুসলমান, তারপর দক্ষিণ-উত্তরে ভাগ করার চেষ্টা করেছিল আর এখন গায়ের রং নিয়ে মানুষের গায়ের রং ভাগ করতে চাইছে। এমন নির্যাতন কেউ সহ্য করবে না। কংগ্রেস শুধু বিভাজনের কাজ করছে। আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই যে স্যাম পিত্রোদার পদত্যাগ তারা দেশের ভাবমূর্তিতে যে দাগ ফেলেছে তা মুছে ফেলতে যাচ্ছে কিনা। রাহুল গাঁধী ও সোনিয়া গাঁধীর উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।"