নিজস্ব সংবাদদাতা: ভারতে জ্বালানির দাম কমে গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এর কৃতিত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং তাঁর নেওয়া পদক্ষেপকে। তিনি বলেন, 'ভারতের বাইরে বিশ্বজুড়ে দাম বেড়েছে ৭০ থেকে ৮০ শতাংশ। উত্তর আমেরিকায় বৃদ্ধি পেয়েছে দাম ৪০ থেকে ৫০ শতাংশ। ভারতে এর দাম ৫% কমে গেছে। তার কারণ নরেন্দ্র মোদি গঠনমূলক পদক্ষেপ নিয়েছেন। এই মুহূর্তে তেলের দাম অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় শুধুমাত্র এর ক্ষতিপূরণ যে সমস্যার মুখে পড়েছে তা নয়। এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা উঠে আসছে। আমি আশা করছি যে নিয়ন্ত্রণে থাকবে দাম'। পাশাপাশি তিনি এও প্রশ্ন তুললেন যে কেন বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে পশ্চিমবঙ্গের মত অ-বিজেপি শাসিত রাজ্যে পেট্রোলের দাম ১১.৮০ টাকা বেশি?