নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “ওড়িশায় চার দশক ধরে বন্ধ থাকা রত্ন ভান্ডারের সব দরজা গতকাল খুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ওড়িশার স্থানীয় প্রশাসন, মোহন মাঝির নেতৃত্বাধীন বিজেপির নতুন সরকার ঈশ্বরের আশীর্বাদে সেই কাজ সুচারুভাবে করছে।
/anm-bengali/media/media_files/a7ByibegLPo6KwX3v3IM.jpg)
একটি কমিটি গঠন করে তাদের তত্ত্বাবধানে তা খোলা হবে। রিজার্ভ ব্যাঙ্কও এর একটি অংশ। সকলে মিলে মহাপ্রভুর মনোবাঞ্ছা পূরণ করছেন। এটা অনেকদিন মনে থাকবে।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)