বীর সাভারকরের নামে কলেজ.... বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

বীর সাভারকারের নামে কলেজ। কংগ্রেসের বিরোধিতায় বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
Tamalika Chakraborty
New Update
bir savarkar

নিজস্ব সংবাদদাতা: বীর সাভারকরের নামে ডিইউ কলেজের নামকরণের কংগ্রেসের বিরোধিতা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মহোল বলেছেন, "কংগ্রেস সবসময় সাভারকর জিকে অপমান করেছে। এটা নতুন কিছু নয়। এটাই কংগ্রেসের আসল চেহারা কারণ তারা কখনই আত্মত্যাগকে স্বীকৃতি দেয়নি। বীর সাভারকরের দ্বারা তৈরি এবং তাঁর জাতির প্রতি তাঁর যে ভালবাসা ছিল তা দেশের মানুষ বীর সাভারকরের প্রকৃত মূল্য জানে। মহারাষ্ট্রীয়দের জন্য এটি অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।"