কেন মহারাষ্ট্রের মানুষ কংগ্রেসকে ত্যাগ করেছেন! এবার আসল কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, কেন মহারাষ্ট্রের মানুষ কংগ্রেসকে ত্যাগ করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
piyush goyalq1.jpg

নিজস্ব সংবাদদাতা:  মহারাষ্ট্রের বিধানসভায় বিজেপির ব্যাপক জয়ের পর বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "আবারও, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি-মহাযুতি একটি দারুন বিজয় অর্জন করেছে৷ এই বিজয়টি প্রধানমন্ত্রী মোদীর উন্নত ভারত ২০৪৭-এর লক্ষ্যকে ত্বরান্বিত করার জন্য একটি ভালো বার্তা। মহারাষ্ট্রের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে মহারাষ্ট্রের মানুষ কংগ্রেস এবং মহা বিকাশ আঘাদির তুষ্টির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।"

 

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "কংগ্রেস দল এখন দেশের রাজনীতিতে 'পরজীবী' হয়ে উঠেছে। তাদের পক্ষে নিজেরাই একটি গোষ্ঠী গঠন করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অন্ধ্রপ্রদেশ, সিকিম, হরিয়ানা এবং আজকে মহারাষ্ট্রে তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। মহারাষ্ট্রে কংগ্রেসের বিভেদমূলক রাজনীতি ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও কংগ্রেসের অহংকার আপনারা দেখুন, মহারাষ্ট্রেও তাদের নৌকা ডুবে যাচ্ছে।"

Modi